বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কল্যাণ তহবিল
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য একটি কল্যাণ তহবিল গঠনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন থেকে অনুভব করে আসছিলেন। বহু সদস্য প্রতিবছর বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। প্রয়োজনীয় অর্থ না থাকায় তাঁরা চিকিৎসার জন্য এসোসিয়েশনে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। এ ছাড়াও নানাবিধ সংকটে সদস্যবৃন্দকে আর্থিক সহায়তা করার লক্ষ্যে একটি কল্যাণ তহবিল গঠন করা প্রয়োজন হওয়ায় এসোসিয়েশন একটি কল্যাণ তহবিল গঠন করেছে ।
কল্যাণ তহবিলের লক্ষ্য ও উদ্দেশ্য :
- কল্যাণ তহবিল দ্বারা এসোসিয়েশনের সদস্যদের কল্যাণে গৃহীত কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
- এসোসিয়েশনের সদস্যদের বিশেষ পরিস্থিতির কারণে আর্থিক সংকটে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান।
- এসোসিয়েশনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ।
- এসোসিয়েশনের সদস্যদের কল্যাণে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক গৃহীত যে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন।
সদস্য অন্তর্ভুক্তি :
বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যদেরকে কল্যাণ তহবিলের সদস্য হওয়ার জন্য নির্ধারিত ফরমে ১ হাজার টাকা (কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক এ পরিমাণ পরিবর্তনযোগ্য) এন্ট্রি ফি সহ আবেদনপত্র দাখিল করতে হবে।