BASA Logo

বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৪তম সভায় এসোসিয়েশনের লোগো বাছাই করা হয়।ইতঃর্পূবে সদস্যদের নিকট থেকে প্রাপ্ত ২২টি লোগো থেকে অধিকতর যাচাই বাছাই করে ৫টি লোগো নির্বাচিত করা হয়েছিল। উপস্থিত সদস্যগণ নির্বাচিত ৫টি লোগো থেকে জনাব মোঃ তালুত, সিনিয়র সহকারী সচিব (২৯তম ব্যাচ), বিদ্যুৎ বিভাগ এর প্রেরিত “দুটো দ্রুতবেগে উড়ন্ত পাখি পিঠে দায়িত্ব নিয়ে উড়ছে, দায়িত্বশীলতা এবং গতিময়তা, লাল সবুজ রং- বাংলাদেশ, নীল রঙ- আকাশ” লোগোটি এসোসিয়েশনের জন্য নির্বাচন করেন।

BASA logo

Serial No
7