সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসাবে এই এসোসিয়েশনের কার্যবিধি নিম্নবর্নিত উদ্দেশ্য সাধনে পরিচালিত হইবে :-
(ক) সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমমর্মিতা ও একাত্ববোধ জাগ্রতকরণ এবং দেশ ও জাতির কল্যাণে কর্তব্যনিষ্ঠা, সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সংগে দায়িত্ব পালনে উদ্বুদ্ধকরণ।
(খ) যে কোন সদস্য বা সকল সদস্যের আইন অনুযায়ী ও ন্যায়সংগত অধিকার যথা: চাকুরীর কাঠামো, বেতন, পদমর্যাদা, আপেক্ষিক জ্যেষ্ঠতা ইত্যাদি সকল স্বার্থ সংশ্লিষ্ট দাবীসমূহ ন্যায়নীতি, ন্যায্য অধিকার ও সহমর্মিতার ভিত্তিতে প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ।
(গ) সামাজিক কুশল সম্পর্কে এবং এসোসিয়েশনের সকল সদস্যের জন্য কল্যাণমূলক কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ।
(ঘ) এই ক্যাডারের অবসরপ্রাপ্ত সদস্যদের তালিকা সংরক্ষণ, তাঁহাদের কল্যাণমূলক কাজে সহায়তা দান, যথোপযুক্ত অনুষ্ঠানাদিতে তাঁহাদেরকে আমন্ত্রণ জানানো এবং তাঁহাদের ও তাঁহাদের পরিবারবর্গের যথাসম্ভব খোঁজ খবর রাখা।
(ঙ) দেশ ও জনগণের সার্বিক কল্যাণ বিধান ও সেবার উদ্দেশ্যে সদস্যগণের পেশাগত দক্ষতা সংরক্ষণ ও বৃদ্ধির উদ্দেশ্যে সকল প্রকার কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রশাসনে দক্ষতার যথাযথ বৃদ্ধির জন্য প্রশাসনিক ইনস্টিটিউশন স্থাপন ও সম্প্রসারণ।
(চ) প্রশাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যরত সকল জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংগে সম্পর্ক স্থাপন ও বিস্তার এবং
(ছ) উল্লিখিত উদ্দেশ্য অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়ক সকল কার্যক্রম গ্রহণ।