‘হাতের মুঠোয় বাংলাদেশ’

বাংলাদশে সভিলি আর্ভিসের (প্রশাসন), ৩০ তম ব্যাচ এর একজন সদস্য সিনিয়র সহকারী কমিশনার রায়হান আহমেদ একটি মোবাইল এপ্লিকেশন বানিয়েছেন। যাতে পুরো বাংলাদেশ হাতের মুঠোয় থাকবে। অর্থাৎ আপনার স্মার্টফোনের মাধ্যমে সেটা সম্ভব। আপনি গুগোল প্লেতে গিয়ে ‘Government Officials Contact’ লখিে র্সাচ দিলে এপ্লিকেশনটি পাওয়া যাবে। এপ্লিকেশনটি অফলাইন ভিত্তিক। কোন ধরনরে ইন্টারনেটের সাহায্য ছাড়াই এই এপ্লিকেশনটির সাহায্যে আপনি খুব সহজেই যে কোন অফিসের প্রয়োজনীয় নম্বর সংগ্রহ করতে পারবেন এবং এপ্লিকেশন থেকে ফোন কল দিতে পারবেন। এই এপ্লিকেশনটিতে শুধু সরকারি নম্বর এন্ট্রি করা হয়েছে। যাতে কোন অফিসার বদলি হয়ে গেলেও এপ্লিকেশনের নম্বরটি ঠিক থাকে। এই কারণে অনেক অফিসের ক্ষেত্রে দেখা যাবে সেখানে দাফতরিক মোবাইল নম্বর নেই। এপ্লিকেশনটি রিলিজ হয়েছে এক বছর হলো। এই এক বছরে এপ্লিকেশনটি ডাউনলোড হয়েছে প্রায় ২০ হাজার বারেরও বেশী। এতে বাংলাদেশের সকল মন্ত্রণালয় / বিভাগ, অধিদফতর ও মাঠ প্রশাসনের প্রায় সকল দফতরের দাফতরিক প্রধানের ফোন, মোবাইল নম্বর, ইমেইল নম্বর খুব সুন্দরভাবে সংযোজিত করা হয়েছে। মোবাইলের কল অপশনের সাথে সেই নম্বর গুলিকে লিঙ্ক করা হয়েছে। প্রায় ২০ হাজার ফোন নম্বর বর্তমানে এন্ট্রি দেয়া হয়েছে। তবে রায়হান আহমেদ বললেন, এটি সকল সরকারি দফতরের ৭০%, কারণ এখানে কিছু কিছু স্বায়ত্বশা্সিত প্রতিষ্ঠান, উ্পজেলা পর্যায়ের কিছু অফিসের ফোন নম্বর না থাকায় তা ধীরে ধীরে এর আওতায় আনতে হচ্ছে। শিগগিরই এই মোবাইল এপ্লিকেশনটির তৃতীয় ভার্সন রিলিজ হবে।